সিটি করপোরেশন নির্বাচনে দেখা গেছে, কেন্দ্র দখল আর জাল ভোটের ছড়াছড়ি! এবার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তাতে দেখা গেছে- একজনই শতাধিক ভোট দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। আর তাকে সহায়তা করেন একজন নির্বাচনী কর্মকর্তা। ভদ্রেলাক ক্লান্ত হয়ে পড়লেও থামেন না। চেয়ারে বসে খালি সিল মারেন আর ব্যালট পেপার উল্টে দেন। এভাবে তিনি কত জাল ভোট দিয়েছেন তা জানা যায়নি। তবে মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে যা দেখা গেছে তাতে মনে হয় শতাধিক।
ফুটেজ দেখেই মনে হয় যিনি এই দৃশ্য ধারণ করেছন তিনি বেশ ভয়ে ছিলেন। তারপরও কৌশলে ধারণ করেন। তবে এটা কোন কেন্দ্রে তা নিশ্চিত হওয়া যায়নি।
City Poll fake vote নামে ভিডিওটি মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ইউটিউবে ছাড়া হয়।
ভিডিওটি দেখুন:
প্রিয়.কম