afganistanআফগানিস্তানের বাদাখসান প্রদেশে ভূমিধসের ঘটনায় ৫২জন নিহত হয়েছে। ভূমিধসে অন্তত ১০০ বাড়ি ধসে পড়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৫ নারী ও ২২ শিশু রয়েছে।

মঙ্গলবার প্রদেশের খওয়ান জেলায় এ ঘটনা ঘটে।

chardike-ad

প্রাদেশিক গভর্নর গুল মোহাম্মদ বিদার জানান, এ ঘটনায় রাজধানী কাবুলে সাহায্যের কথা জানানো হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য তারা দুটো হেলিকপ্টার পাঠাচ্ছে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র লাল মোহাম্মদ আহমাদজাই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত মে মাসে ভারি বর্ষণে বাদাখসানের প্রান্তিক একটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছিল। ওই ভূমিধসে অন্তত ৩০০ মানুষের প্রাণহানি হয়।