Search
Close this search box.
Search
Close this search box.

NepalEarthQuackভয়াবহ ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। ভূমিকম্প আঘাত হানার পর আজ মঙ্গলবার চতুর্থ দিন পার করছে নেপাল। সময় যত এগোচ্ছে, নিহতের সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশীল কৈরালা আরো বলেছেন, সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্ধারাভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া খোলা আকাশের নিচে বসবাস করা লোকজনের আশ্রয়ের জন্য তাঁবু ও ওষুধ পাঠাতে বিদেশি বন্ধু ও সংস্থার প্রতি আহ্বান জানানো হয়েছে।

chardike-ad

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছি। প্রতিটি ঘণ্টা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দেখা দিচ্ছে।’

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।