Search
Close this search box.
Search
Close this search box.

shachin-mominulনতুন এক মাইলফলক স্পর্শ করলেন মমিনুল হক। টানা ১০ টেস্টে ৫০’র বেশি রান করে শচীন টেন্ডুলকারের পাশে বসে এ মাইলফল স্পর্শ করলেন টাইগার এই ব্যাটসম্যান। এর আগে টানা ১০ টেস্টে ৫০’র বেশি রানের ভাগিদার ছিলেন শুধু শচীন ও জন এ্যাডরিচ।

মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম ইনিংসে এমন কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশের মমিনুল হক। টেস্টে ব্যাট হাতে নিয়মিত ভাবেই সৌরভ ছড়াচ্ছেন মমিনুল। মঙ্গলবারও এর ব্যত্যয় ঘটেনি। খুব ধীর স্থির ভাবে খেলে টেস্ট ক্রিকেটে টানা দশ ম্যাচে ৫০’র বেশি রানের দেখা পেয়েছেন তিনি।

chardike-ad

জুলফিকার বাবরের বলে ডিপ মিড উইকেটে সিঙ্গেল নিয়ে মমিনুল নতুন এই ক্লাবের সদস্য হয়েছেন। হাফসেঞ্চুরি পেতে মমিনুল খেলেছেন ১০৮ টি বল।

অবশ্য টানা ১২ টেস্টে ৫০’র বেশি রানের রেকর্ডও আছে। তাতে ১২ টেস্ট খেলা একজনই আছেন। তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ১১ টেস্টে এই মাইলফলকে পৌঁছান ৩ ব্যাটসম্যান। এদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস, বাকি ২ জন ভারতের গৌতম গাম্ভীর ও বীরেন্দ্র শেহবাগ।