ভোট প্রদান না করেই কেন্দ্র থেকে ফিরে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার তিনি। রাজধানীর চামেলীবাগ তার ভোট প্রদানের কেন্দ্র। কিন্তু কেন্দ্রে সুস্থ পরিবেশ না থাকায় ফিরে আসতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন এ কণ্ঠশিল্পী।
এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘আমি ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলাম। কেন্দ্রে গিয়ে দেখি বিএনপির কোন এজেন্ট নেই। পারিপার্শ্বিক পরিবেশ সুস্থ না থাকায় নিজের সম্মানের কথা ভেবে শেষ মুহুর্তে ভোট না দিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছি।’
তিনি আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্রের চর্চা করে। গণতন্ত্রে বিশ্বাসী। কোন বিশৃঙ্খলা অনিয়মের রাজনীতি করে না। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বর্তমান সরকারও কথা দিয়েছিল সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি এ কথা বিশ্বাস করে নির্বাচনে অংশ নেয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। ভোট কেন্দ্রে কী হয়েছে তা জনগণ জানেন।’
জনপ্রিয় এ কণ্ঠশিল্পী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।