ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রতীক “ঘুড়ি” ব্যাজ লাগিয়ে ও আনসার বাহিনীর পোশাক পরে ভোট কেন্দ্রে অবস্থান করছে ছাত্রলীগ কর্মীরা।
ছাত্রলীগ কর্মীরা “আদর্শ ঢাকা আন্দোলনের” সমর্থিত প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর লাটিম প্রতীকের নির্বাচনী এজেন্টদেরকে মারধর করে বের করে দিয়েছে। এমনকি তাদেরকে নির্বাচন কেন্দ্রের বাহিরেও দাঁড়াতে দিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর মুগদা- মদিনাবাগ এলাকায়ও একই দৃশ্য দেখা গেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহির পোশাক পড়ে পুলিশের পাশাপাশি কেন্দ্রে অবস্থান করছে তারা। এদের ছবি তুলতে গেলে বাঁধা দেয় আওয়ামীলীগ সমর্থক এবং রেডিও মার্কার এক মহিলা কর্মী।