Search
Close this search box.
Search
Close this search box.

afridiক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের অলরাউন্ডার এবং টি২০ দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। পাকিস্তানের টেলিভিশন পিটিভি স্পোর্টস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্বকাপে বাজে পারফর্মেন্স এবং বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজের পর টি২০-তেও হারের পর স্বদেশেও তোপের মুখে পড়েন আফ্রিদিসহ পাকিস্তান ক্রিকেট দল এবং বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়েই অবশেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফ্রিদি।

chardike-ad

তিনি বলেন, বয়োজ্যেষ্ঠ ক্রিকেটারদের অবশ্যই খেলার মান বাড়াতে হবে অথবা সম্ভাবনাময় নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। আমি দলের জন্য বোঝা হতে চাইনা। আমাকে দিয়ে না হলে, শুধু টি২০ নয়, ক্রিকেট থেকেই অবসর নিতে চাই।

তার এ মন্তব্যের পর পিসিবি’র কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।