ঢাকা উত্তরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে একজন সরকারী কর্মকর্তার নির্বাচন সংক্রান্ত ফোনালাপ ফাঁস হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঠিক আগে সোমবার রাতে এই ফোনালাপ ফাঁস হলো।
ফাঁস হওয়া ফোনালাপে শোনা যায় একজন সরকারী কর্মকর্তা তাবিথ আউয়ালকে জানাচ্ছেন, সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দলীয় লোকদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছে। এছাড়া তাবিথের প্রতি তিনি নিজের আনুগত্যও প্রকাশ করেন।
জবাবে তাবিথ জানতে চান, ঐ ব্যক্তি তাবিথকে কীভাবে সাহায্য করতে পারেন। সরকারী কর্মকর্তাটি জানান তারা উত্তরা সার্কেলে আছেন এবং অভিযোগের ভিত্তিতে কেন্দ্রগুলোতে গিয়ে মনিটরিং করবেন।
তাবিথ জানান, তিনি নির্বাচনের সময় কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নাম জানাবেন, তারা যেন সেগুলোতে বাড়তি মনিটরিং রাখেন।
এরপর ওপাশের ব্যক্তি আরো কথা আছে জানিয়ে অনুরোধ করেন, পরে যেন তাবিথ তাকে একবার ফোন দেন।
ফোনালাপের অডিও লিঙ্কটি দেওয়া হলো-
https://soundcloud.com/anmy367/eiq4luyput18
সুত্রঃ জাগো নিউজ