এবার পাকিস্তান দলকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিলেন আফ্রিদি। ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরে তিনি জানালেন, দল থেকে সিনিয়রদের সরে দাঁড়াতে হবে। আর নতুনদের বেশি বেশি সুযোগ দিতে হবে।
এ বিষয়ে শহিদ আফ্রিদির ভাষ্য, ‘সিনিয়র খেলোয়াড়দের দল থেকে সরে দাঁড়ানো প্রয়োজন। তরুণদের আরো বেশি সুযোগ করে দিতে হবে। কেননা তাদের মেধার বিকাশ করা দরকার।’
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ওয়ানডে থেকে অবসর নেন আফ্রিদি। এটাকে সঠিক সিদ্ধান্ত বলেই দাবি করছেন তারকা এই অলরাউন্ডার। পাকিস্তানের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দ্য ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘বিশ্বকাপে দলের হয়ে ভালো খেলতে পারিনি। এ ছাড়া নতুনদের জায়গা করে দিতে হবে বলেই ওয়ানডে থেকে অবসর নিয়েছি। এটাই ছিল আমার সঠিক সিদ্ধান্ত। কেননা দলের জন্য ‘বোঝা’ হয়ে থাকতে চাইনি।’