labor

চলতি বছরের জানুয়ারি থেকে ফ্রেব্রুয়ারি পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনকালে কর্মক্ষেত্রে ২৮৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন আনুষ্ঠানিক খাতে ৯১ জন ও অনানুষ্ঠানিক খাতে ১৯৭ জন শ্রমিক।

chardike-ad

আর একমাসে কর্মক্ষেত্রে ৩২৭ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আনুষ্ঠানিক খাতে ১৫২ জন ও অনানুষ্ঠানিক খাতে ১৭৫ জন। হতাহতের মধ্যে ৫৫৩ জন পুরুষ আর ৫২ জন মহিলা শ্রমিক। বাকি ১০ জন অসনাক্ত।

বাংলাদেশ অক্যুপেশন সেইফটি, হেলথ এন্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি)’র এক গবেষণায় এসব তথ্য জানা গেছে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন ওশির সহকারী পারিচালক মো: ওমর ফারুক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম সচিব মিকাইল শিপার, কারখানা পরিদর্শণ অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ।

শ্রম সচিব মিকাইল শিপার বলেন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা অভাবে প্রায়ই কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। তবে বর্তমান সরকার এই বিষয়ে খুবই সচেতন বলে তিনি জানান।

তিনি আরো বলেন, সরকারের উদ্যোগে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।