সাভারের আশুলিয়া কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে (বিসিবিএল) একদল ডাকাতের গুলি ও বোমার আঘাতে ব্যাংক ম্যানেজারসহ ৮ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই গুলি ও বোমার আঘাতে তিনজন এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আরো চারজনের মৃত্যু হয়। অপর দিকে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ব্যাংক ম্যানেজার অলিউল্লাহ (৪০), নিরাপত্তাকর্মী বদরুল আলম (৩৮), মুদি দোকানদার মনির হোসেন, কাপড় ব্যবসায়ী জমির উদ্দীন, পলাশ ও ওয়ার্কশপ মালিক জিল্লুর। এদের মধ্যে পলাশের বাড়ি ঝিনাইদহ জেলায়। নিহত বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় ১৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।