Search
Close this search box.
Search
Close this search box.

biman-crashডোমিনিকান প্রজাতন্ত্রে সোমবার এক বিমান দুর্ঘটনায় ছয় পর্যটক ও স্থানীয় এক পাইলট নিহত হয়েছেন। বিমানটি পুন্টা কানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি গলফ মাঠে বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

ডোমিনিকান বেসামরিক বিমান দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘পুন্টা কানা থেকে আরোয়ো বারিলগামী এ বিমানে সাতজন আরোহী ছিল।’
ওই দফতর জানায়, এ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন ডোমিনিকান পাইলট হেক্টর সোরিয়নো (৩৭) এবং অপর ছয়জন ওই বিমানের যাত্রী। তারা স্পেন ও ব্রিটেনের পর্যটক। তবে তাদের মধ্যে ফরাসি ও ব্রিটেনের নাগরিক কতজন তা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি।

chardike-ad

কর্তৃপক্ষ জানায়, সেখানে এ বিমান বিধ্বস্তের ঘটনার কারণ জানতে তারা তদন্ত কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা জানায়, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট ওই গলফ মাঠে অবতরণের চেষ্টা করেন।
উল্লেখ্য, দেশের উত্তর উপকূলীয় পুন্টা কান ক্যারিবীয় দেশটির বৃহত্তম অবকাশ কেন্দ্র।