দক্ষিণ কোরিয়ায় পণ্য ও সেবা খাতে পাইকারি পর্যায়ে মূল্যস্তর চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এটি ভোক্তা মূল্যস্ফীতির নিম্নগতিকে নির্দেশ করে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর সিনহুয়া।
উৎপাদক পর্যায়ে মূল্যসূচক (পিপিআই) এক মাস আগের তুলনায় দশমিক ১ শতাংশ কমে মার্চে ১০১ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্যাংক অব কোরিয়ার (বিওকে) তথ্য অনুযায়ী, ২০১০ সালের নভেম্বরের পর উৎপাদক পর্যায়ে মূল্যসূচকে এটিই সবচেয়ে বড় পতন।
২০১৪ সালের আগস্ট থেকেই দক্ষিণ কোরিয়ায় উৎপাদক পর্যায়ে মূল্যে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। যদিও এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিল ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারিতে চান্দ্র নববর্ষ উপলক্ষে উত্সবের কারণে সাময়িকভাবে এ সূচকে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল।
চলতি বছরের মার্চে দেশটির ভোক্তা মূল্যস্ফীতি ১৬ বছরের মধ্যে সর্বনিম্নে দাঁড়িয়েছে। এক বছর আগের তুলনায় এ সময় ভোক্তামূল্য দশমিক ৪ শতাংশ বেড়েছে।
মার্চে বিশ্ববাজারে জ্বালানি, খনিজ ও তেলের মূল্য ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। জ্বালানি খাতে সার্বিকভাবে উৎপাদক পর্যায়ে মূল্য কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার জানুয়ারিতে দেশটির শহরগুলোয় গ্যাসের মূল্য ৫ দশমিক ৯ শতাংশ ও মার্চে ১০ দশমিক ১শতাংশ কমিয়েছে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় পেট্রোলের দাম ১০ দশমিক ১ শতাংশ বেড়েছে। সেবা খাতে মূল্য বেড়েছে দশমিক ১ শতাংশ। তবে বিদ্যুত্, পানি ও গ্যাসের মূল্য ৪ শতাংশ কমে গেছে। কেবল কৃষি খাতে ব্যবহারের জন্য বিদ্যুত্, পানি ও গ্যাসের মূল্য মার্চে ২ দশমিক ৩ শতাংশ কমানো হয়েছে। সূত্রঃ বণিক বার্তা ।