Search
Close this search box.
Search
Close this search box.

bimanপাশের সিটে ঘুমন্ত এক ব্যক্তির নাক ডাকা বন্ধ করতে তার কানে কলম দিয়ে খোঁচা মারেন এক নারী বিমান যাত্রী। ওই ব্যক্তির ঘুম ভাঙানোর জন্যই এমনটি করেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে যায় শিকাগোতে। কানে খোঁচা দেয়ার অভিযোগে ঐ নারী যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়। ফ্লাইট দেরি হয় অন্তত দুই ঘণ্টা।

chardike-ad

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে সাউথওয়েস্ট এয়ারলাইনসের বিমানটি বোস্টনের উদ্দেশ্যে যাত্রা করার সময় এ ঘটনা ঘটে।

এনবিসি শিকাগোর বরাতে হাফিংটন পোস্ট জানিয়েছে, ওই নারী তার পাশের সিটের ঘুমন্ত লোকটির নাক ডাকা বন্ধ করতে কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিরক্ত হয়ে ঘুমন্ত ব্যক্তির কানে কলম ঢুকিয়ে খোঁচা দেন তিনি।

এতে ঘুমন্ত লোকটি হইচই করে উঠলে বিমানের যাত্রা বিলম্বিত হয়। সাথে সাথে অগ্নিনির্বাপনকর্মীরা বিমানে ঢুকে পড়েন। তবে লোকটির কানে তেমন কোনো আঘাত লাগেনি বলে জানা গেছে।

এ ঘটনায় ফ্লাইটটি ২ ঘণ্টা বিলম্ব হয়। কানে খোঁচা দেয়া ওই নারী যাত্রীকে বিমান থেকে নামিয়ে নওয়া হয়। তাকে পরের বিমানে পাঠানো হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ।