hacked

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর নেটওয়ার্কে সাইবার হামলা করেছে হ্যাকাররা। এ হামলার পথ সুগম করার জন্য প্রথমেই ইমেইলে ছদ্মবেশে সফটওয়্যার পাঠিয়েছে ইসরাইলি সামরিক বাহিনীর কম্পিউটারে। এ কথা জানিয়েছে আমেরিকাভিত্তিক নিরাপত্তা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ব্লু কোট সিস্টেম ইনকরপোরেটেড ।

chardike-ad

সংস্থাটি জানিয়েছে, হ্যাকারদের পাঠানো এ সব ইমেলইকে শনাক্ত করতে পারেনি বেশির ভাগ অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম। হ্যাকাররা সাইবার হামলার জন্য যেসব প্রোগ্রাম পাঠিয়েছে সেগুলো বাজারে পাওয়া যায় এমন সব সফটওয়্যার দিয়েই তৈরি করা হয়েছে। কাঙ্ক্ষিত কম্পিউটারে একবার ঢুকে পড়ার পর হ্যাকারদের কাছে সংকেত পাঠাতে শুরু করেছ এসব প্রোগ্রাম।

সাইবার হামলার সঙ্গে জড়িতরা আরবিভাষী বলে দাবি করেছে ব্লু কোট। ব্লু কোট বলেছে, অনুসন্ধানে দেখা গেছে কোনো কোনো প্রোগ্রামের ডিফল্ট ভাষা আরবি ছিল। অবশ্য ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা এ সব সাইবার হামলার বিষয় কিছুই জানে না।

এদিকে, গত ফেব্রুয়ারি মাসে রাশিয়াভিত্তিক ক্যাস্পারেস্কি ল্যাব দাবি করেছে, ডেজার্ট ফ্যালকন নামে খুব দক্ষ একটি আরবিভাষী হ্যাকার গোষ্ঠীর সন্ধান প্রথমবারের মতো পাওয়া গেছে।

২০১৩ সালে আরবভাষী হ্যাকারা ইসরাইলের সংসদ নেসেটসহ তেল আবিব সরকারের অনেক ওয়েবসাইটে হামলা করেছিল।