Search
Close this search box.
Search
Close this search box.

গ্যালাক্সি এস সিরিজের দুটি নতুন ডিভাইস রেকর্ড পরিমাণ বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কোরিয়ান নির্মাতা প্রতিষ্ঠান স্যামস্যাং। তবে এসসিক্সের ক্ষেত্রে চাহিদা পূরণে সক্ষম হলেও এসসিক্স এজের ক্ষেত্রে উৎপাদন জটিলতার কারণে প্রতিষ্ঠানটি চাহিদা মেটাতে সমস্যায় পড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। খবর রয়টার্স।

s6গ্যালাক্সি এস সিরিজের ডিভাইস দুটি স্যামসাংয়ের ভাগ্য পাল্টাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্যামসাং সংশ্লিষ্টরা। গত বছর প্রতিষ্ঠানটির মুনাফা উল্লেখযোগ্য হারে কমে। কিন্তু চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের জন্য আবারো ইতিবাচক ইঙ্গিত বয়ে আনছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে কোরিয়ান প্রতিষ্ঠানটি অবস্থা পুনরুদ্ধারের কথা জানান দেয়।

chardike-ad

নতুন ডিভাইস দুটি তাদের আয় বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে। এখন পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইস গ্যালাক্সি এসফোর। ২০১৩ সালের শুরুতে আসা ডিভাইসটি এক বছরের মধ্যে ৪ কোটি ৩০ লাখ ইউনিট বিক্রি হয়। এস সিরিজের নতুন ডিভাইস এসফোরকেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে এসসিক্স এজ সরবরাহে জটিলতায় পড়তে পারে স্যামসাং। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মোবাইল ব্যবসা বিভাগের প্রধান জে কে শিন জানান, অদূর ভবিষ্যতে গ্যালাক্সি এসসিক্স সরবরাহে জটিলতা দেখা দিতে পারে। উৎপাদন জটিলতাই এর কারণ। তবে এ সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, নতুন ডিভাইস দুটি একই সঙ্গে বিশ্বের ২০টি দেশের বাজারে আসছে।

নতুন স্মার্টফোনে কোরিয়ান প্রতিষ্ঠানটি নিজস্ব মোবাইল প্রসেসর ও মডেম চিপ ব্যবহার করেছে বলে জানা যায়। তবে চিপ ব্যবহারে মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকমের সঙ্গে স্যামসাংয়ের  চুক্তি থাকছে বলে জানান কোরিয়ান প্রতিষ্ঠানটির মোবাইল ব্যবসা বিভাগের প্রধান জে কে শিন। পরবর্তীতে বাজারে আসা ডিভাইসগুলোয় কোয়ালকমের চিপ ব্যবহার হবে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, মোবাইল ডিভাইসের পাশাপাশি চিপ বাজারেও আধিপত্য বাড়ানোর চেষ্টা করছে স্যামসাং। এরই অংশ হিসেবে তারা এস সিরিজের সাম্প্রতিক ডিভাইস দুটিতে নিজস্ব চিপ ব্যবহারের সিদ্ধান্ত নেয়। তবে অ্যাপলের আইফোন সিক্সের সঙ্গে টেক্কা দিতে গ্যালাক্সি এসসিক্স কতটা সফল হয়, তাই এখন দেখার বিষয়। সূত্রঃ বণিক বার্তা ।