Search
Close this search box.
Search
Close this search box.
রাজধানীর তেজগাঁওয়ে বেগুনবাড়ি এলাকায় ওয়াশিকুর রহমান নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ‘কুচ্ছিত হাসের ছানা’ নামে সামহোয়্যার ইন ব্লগ ও চতুর্মাত্রিক সহ আরও কিছু বাংলা ব্লগে লেখালেখি করতেন।
এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। বাংলাদেশ সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহত ওয়াশিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তেজগাঁ জোনের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
ওয়াশিকুর বাবুর ফেসবুক প্রোফাইলে সম্প্রতি খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের প্রতি সমবেদনাসূচক ছবি ও ওয়াল পোস্ট দেখা যায়।