Search
Close this search box.
Search
Close this search box.

কর্তব্যরত অবস্থায় কোরিয়ায় সকল সৈনিক কোরিয়ান পতাকাযুক্ত পোশাক 01214033পরিধান করবে। সৈন্যদের দেশপ্রেম বৃদ্ধির অভিপ্রায়েই এমন উদ্যোগ বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের মাঝামাঝি নাগাদ সৈনিকদের এমন সাজে দেখা যাবে।

সামগ্রিকভাবে পতাকা যুক্ত করার এ প্রকল্পে ব্যয় হচ্ছে ৬শ’ কোটি উওন। মন্ত্রণালয় থেকে আরও জানাও হয় যে, একটি অনুষ্ঠান আয়োজন করে অভিভাবক কর্তৃক নবীশ সৈন্যদের বুকে পতাকা লাগিয়ে দেয়ার বিষয়টিও ভেবে দেখা হচ্ছে।

chardike-ad

বর্তমানে কোরিয়ান মেরিন সেনাদের কিছু গ্রুপ আর বিদেশী মিশনগুলোর কোরিয়ান সেনারা পোশাকে পতাকা ধারণ করেন।