FB_IMG_1427445773473বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বি.সি.কে.) এর উদ্যাগে আজ রবিবার সিউলের কনকুক ইউনিভার্সিটিতে ‘টেকসই উন্নয়নে প্রবাসী বাংলাদেশী’দের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিশেষ এ আলোচনা সভায় কোরিয়ার বিভিন্ন স্তরের প্রবাসীরা নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখবেন। বিসিকে সকল কোরিয়া প্রবাসীকে আলোচনা সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। আলোচনা সভা সম্পর্কিত বিষয় কিংবা আলোচনা সভাস্থলে পৌছাতে কোন সমস্যা হলে বিসিকে কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আল আমিনের (০১০-৫৯১২-৭২৩৪) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত।

chardike-ad

উল্লেখ্য, কনকুক ইউনিভার্সিটি সিউল সাবওয়ের দুই নাম্বার লাইনে অবস্থিত।