১৪ ফেব্রুয়ারি মাঠে গড়ায় বিশ্বকাপের একাদশতম আসর। ১৪টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। দেখতে দেখতে টুর্নামেন্ট শেষের পথে। ১৪টি দল থেকে ইতিমধ্যে ১২টি দল বিদায় নিয়েছে।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ছয়টি দল (ইংল্যান্ড, আরব আমিরাত, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে)। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় আরো চারটি দল (শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান)। সেমিফাইনাল থেকে বিদায় নেয় আরো দুটি দল (দক্ষিণ আফ্রিকা ও ভারত)। যোগ্যতা ও সামর্থে্যর প্রমাণ দিয়ে টিকে আছে দুটি দল- নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
শিরোপা নির্ধারণী ফাইনালে ২৯ মার্চ তারা মুখোমুখি হবে। ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি মাঠে গড়াবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ১ ও ৩।
বিশ্বকাপ ফাইনালের সময়সূচি :
তারিখ মুখোমুখি সময় ভেন্যু
২৯ মার্চ, ২০১৫ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সকাল ৯.৩০ এমসিজি (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)