কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি মিন হো এবং কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সুজি তাঁদের মধ্যকার সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। ডিসপ্যাচ নামের স্থানীয় একটি গণমাধ্যম থেকে খবরটি প্রথম প্রকাশিত হওয়ার পর উভয় তারকাই স্ব স্ব এজেন্সির মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেছেন।

ডিসপ্যাচের খবরে বলা হয়, দুই তারকা মাস দুয়েক যাবত লন্ডনে চুটিয়ে প্রেম করছেন। গণমাধ্যমটি এ জুটির ছবিও প্রকাশ করে। তবে লি’র এজেন্সীর দাবী, এ সম্পর্কের বয়স এক মাসের মত হয়েছে।
২৭ বছর বয়সী লি’র পর্দায় অভিষেক ২০০৩ সালে। ২০০৯ সালে তাঁর অভিনীত ‘বয়েজ ওভার ফ্লাওয়ারস’ টিভি ধারাবাহিকটি দিয়ে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হন। খুব সম্প্রতি ‘খাংনাম ১৯৭০’ নামের একটি ছবি দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক হয়েছে।
কে-পপ গ্রুপ মিস এ’ দিয়ে ২০১১ সালে শো বিজের দুনিয়ায় পা রাখেন সুজি। গানের পাশাপাশি অভিনয় ও টিভি উপস্থাপনায়ও সমান পারদর্শিতার পরিচয় দিয়ে নজর কেড়েছেন কুড়ি বছর বয়সী এই তরুণী।