কোরিয়ান গান ও চলচ্চিত্রের বিশ্বব্যাপী জনপ্রিয়তার ধারাবাহিকতায় বিশ্বজুড়ে কোরিয়ান ভাষা শিখতে আগ্রহীদের সংখ্যা বাড়ছে। কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের এর সাম্প্রতিক তথ্য বিবরণীতে এমনটা জানানো হয়েছে।
মন্ত্রণালয় বলছে, গত বছরের নভেম্বরের হিসেব অনুযায়ী ২৬টি দেশের ১ হাজার ১১১টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে কোরিয়ান ভাষা শিক্ষা দেয়া হচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ৯৩ হাজার ১৪৪ জন শিক্ষার্থী কোরিয়ান ভাষা শিখছে। বিগত চার বছরে দ্বিতীয় ভাষা বা পাঠ্যপুস্তক বহির্ভূত বিষয় হিসেবে কোরিয়ান শেখার হার প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সবচেয়ে বেশী ২৪ হাজার বিদেশী শিক্ষার্থী কোরিয়ান শিখছে থাইল্যান্ডে। নেদারল্যান্ড ও ভিয়েতনামে তিনটি করে প্রতিষ্ঠান কোরিয়ান শিক্ষা দিচ্ছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চার বছরে কোরিয়ান শেখার হার বেড়েছে ২৬.৭ শতাংশ।
তবে কোরিয়া-জাপান সম্পর্কে অব্যাহত শীতলতার জের ধরে জাপানে কোরিয়ান ভাষা শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। উল্লেখিত সময়কালে জাপানে এই সংখ্যা প্রায় দশ হাজারের মত কমে ১৭ হাজার ৭১৮ জনে এসে দাঁড়িয়েছে।