সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে হারের পর হামলার আশঙ্কায় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে সেনা প্লাটুন।
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আরেক ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার বাড়ির সামনেও। ইতোমধ্যেই ভারতের একাধিক জায়গা থেকে বিক্ষোভের খবরও পাওয়া গেছে।
ম্যাচ শেষ হওয়ার আগে থেকেই ধোনির বাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৯৫ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে অস্ট্রেলিয়া। অসিদের ৩২৮ রানের জবাবে ভারত অলআউট হয় ২৩৩ রানে। আগামী ২৯ মার্চ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।