Search
Close this search box.
Search
Close this search box.

india-loss

পাগলামি বা মানসিক বিকারগ্রস্তও বলা যায়। না হলে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের বিশ্বকাপ সেমিফাইনাল খেলা চলাকালীন জয়ের আকাঙ্ক্ষায় কেউ নিজের জিভ কেটে ভগবানের উদ্দেশে উৎসর্গ করে! তবে এমনটাই ঘটেছে তামিলনাড়ুর ভেলোরে।

chardike-ad

পুলিশ জানিয়েছে, ভেলোর জেলার পোন্নেরিতে থাকেন ক্রিকেট পাগল সুধাকর। বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর যখন স্কোরবোর্ডে ৩২৮ রান জ্বলড্বল করছে, সে সময় দলের জয়ের জন্য নিজের জিভ ছুরি দিয়ে কেটে ভগবানের উদ্দেশে উৎসর্গ করেন। কিন্তু যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্নাকাটি জুড়ে দেন। সেই আওয়াজ শুনে বাড়ির লোক এবং প্রতিবেশীরা ছুটে এসে দেখেন এই কাণ্ড।

তড়িঘড়ি তাকে আদুক্কাম্পারাই জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশও হাসপাতালে পৌঁছয়। তবে কোনও অভিযোগ না থাকার কারণে এফআইআর হয়নি।