গ্লেন ম্যাক্সওয়েলের সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভেঙে গেল। রিভিউ নেওয়ার প্রয়োজন বোধ করেননি আম্পায়ার। আঙ্গুল তুলে জানিয়ে দিলেন, ব্যাটসম্যান রান আউট। ভারতের সপ্তম উইকেটের পতন। রান আউটে কাটা পড়ে গ্যালারির পথ ধরেছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি।
এতক্ষণ মাঠে ভারতের জয়ের আশা-ভরসার প্রতীক ছিলেন তিনি। কিন্তু তিনি আউট হয়ে যাওয়ার পরই গ্যালারিতে নেমে আসে রাজ্যের হতাশা। এর কিছুক্ষণ পরই অলআউট হয়ে যায় ভারত।
অধিকাংশ দর্শকের মুখ গম্ভীর। কারো চোখ জলে টলমল। কারো চোখ বেয়ে নামছে লোনা পানি। টিভি ক্যামেরাগুলো খুঁজে খুঁজে বের করছে ক্রন্দনরত দর্শকদের। কেউ চোখ মুছছেন। আবার কেউ নির্বাক হয়ে কেঁদে যাচ্ছেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে শুরু হয়েছে কান্নার রোল। ক্রিকেট যে ভারতের মানুষের কাছে ধর্মের মতো। ক্রিকেটের প্রতি তাদের টান যে কতোটা সেটারই বহিঃপ্রকাশ এই কান্না।
২০১১ বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। বিশ্বকাপের ট্রফিটা তারা ফেরত দিতে চাইছিল না। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। বিশ্বকাপের ট্রফি ধরে রাখা আর সম্ভব হলো না তাদের। সেটা ভেবেই হয়তো কাঁদছেন ভারতের সমর্থকরা।