Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের সবচেয়ে বড় স্থাপনাগুলো কাছ থেকে দেখার সৌভাগ্য হয়তো সবার হয় না। তাই বলে মন খারাপ করে থাকার কিছু নেই। ছবি দেখেই অনেকটা দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেয়া যেতে পারে! চলুন দেখে নিই, বিশ্বের সবচেয়ে বড় কিছু স্থাপনার ছবি-

bridgeসেতু: `Donghai Bridge` পৃথিবির সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সেতু (Cross Sea Bridge), ৩২.৬ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চীনে অবস্থিত।

chardike-ad

masjid

মসজিদ: এশিয়ার সবচেয়ে বড় মসজিদটির নাম হচ্ছে Shah Faisal মসজিদ। পাকিস্থানের ইসলামাবাদে এটি অবস্থিত। এর ভিতরে অংশে ৩৫,০০০ জন ও বাইরের অংশে ১,৫০,০০০ জন মুসুল্লি এক সাথে নামাজ দাঁড়াতে পারেন।

stadiam

স্টেডিয়াম: পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল স্টেডিয়ামটি হচ্ছে `New Wembley Stadium`, ইংল্যান্ডের রাজধানী লন্ডনে গেলে দেখতে পাবেন একে। ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি এই স্টেডিয়ামের ধারন ক্ষমতা ৯০,০০০ জন দর্শক।

fly-overফ্লাই ওভার: পৃথিবীর সবচেয়ে প্যাঁচানো ফ্লাই অভার রয়েছে টেক্সাসে। ১০টি হাইওয়ে এসে নিজেদের মাঝে ইন্টারচেঞ্জ করেছে এই প্যাচানো ফ্লাই ওভারের মাধ্যমে।

murti
মূর্তি: সর্বোচ্চ স্টেচু বা মূর্তি হচ্ছে `Christ The Redeemer Statue`, এটি ব্রাজীলে আবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি।

office

অফিস কম্পেক্স: আমেরিকার `Chicago Merchandise Mart` হচ্ছে পৃথিবির সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স।

hotel

হোটেল: পৃথিবীর সবচেয়ে বড় হোটেল আমেরিকার `লাস ভেগাস` এর `MGM Grand Hotel`, হোটেলটিতে ৬,২৭৬ টি রুম রয়েছে।