Search
Close this search box.
Search
Close this search box.

epsআজ বুধবার সকাল ১০টা থেকে বহুল প্রতীক্ষিত ইপিএসের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। বিকাল ২টা পর্যন্ত মাত্র চার ঘন্টায় ইপিএসের রেজিস্ট্রেশন করবে হাজার হাজার প্রার্থী। বোয়েসেলের ওয়েবসাইট www.boesl.org.bd অথবা eps.boesl.org.bd এ অনলাইনে এই রেজিস্ট্রেশন করা যাবে। নির্ধারিত সংখ্যার অধিক রেজিস্ট্রেশন করলে লটারীর মাধ্যমে ইপিএস পরীক্ষার মূল রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। ১লা এপ্রিল দুপুর ১২টায় লটারীর মাধ্যমে চূডান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য নিন্মের যোগ্যতাগুলো লাগবে।

chardike-ad

– কোরিয়ান ভাষায় দক্ষতাসম্পন্ন যাদের বয়স ৭ এপ্রিল ১৯৭৫ সাল থেকে ৬ এপ্রিল ১৯৯৭ সালের মধ্যে।
– যারা পূর্বে কখনো অবৈধভাবে কোরিয়ায় ছিল না বা কোরিয়া হতে ফেরত পাঠানো হয়নি।
– যাদের বিরুদ্ধে দেশে কোন মামলা মোকদ্দমা নেই বা যারা গুরুতর অপরাধের কারণে দন্ডপ্রাপ্ত নন।
– যাদের বাংলাদেশ হতে বহির্গমনে আইনগত কোন বাধা নেই।
– এমআরপি (MRP) পাসপোর্ট এর তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
– ঢাকা শহরের যেকোন সোনালী ব্যাংক হতে বোয়েসেল,ঢাকা নামে দুই হাজার টাকার পে-অর্ডার করতে হবে।
– অনলাইন রেজিস্ট্রেশনের সময় মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী পুরো নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের ২নং পৃষ্ঠার ছবিযুক্ত অংশের স্ক্যানকপি, পে অর্ডার স্ক্যানকপি ও মোবাইল নাম্বার ইনপুট করতে হবে।

প্রাথমিক রেজিস্ট্রেশনের পর ১ এপ্রিল ১২টায় কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারীর মাধ্যমে পরীক্ষার জন্য প্রার্থী নির্বাচন করা হবে। লটারীতে নির্বাচিত প্রার্থীগণ কোন প্রার্থী কখন রেজিস্ট্রশন করবেন তা লটারীর দিন বোয়েসেলের নোটিশবোর্ড এবং ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারবেন।  eps 2