Search
Close this search box.
Search
Close this search box.

trollerসেন্টমার্টিন বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ও মাঝি-মাল্লাসহ ৪০ জনকে আটক করেছে কোস্টর্গাড।

কোস্টর্গাড টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

chardike-ad

তিনি জানান, কোস্টর্গাড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার পেটি অফিসার কেসি মং মারমার নেতৃত্বে কোস্টর্গাড সদস্যরা সেন্টমার্টিন চেরাদ্বীপের দক্ষিণ-পশ্চিম ৩-৪ কিলোমিটার গভীর বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায়। এসময় মালয়েশিয়াগামী একটি ট্রলার ও মাঝিমাল্লাসহ ৪০ জনকে আটক করে। এদের মধ্যে ৫ জন মাঝি-মাল্লা রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার ট্রলার এবং আটকদের বিকেলে থানায় হস্তান্তর করার জন্য টেকনাফের উদ্দেশে রওয়ানা হয়েছে।