Search
Close this search box.
Search
Close this search box.

Rubel1বিশ্বকাপে নিজেদের সফর শেষ করেছেন টাইগাররা। প্রবাসিদের অভ্যর্থনা, দেশের মানুষের ভালবাসা আর সংবর্ধনায় ভেসে যাচ্ছেন তারা।

কিন্তু এরই মাঝে চোখে পড়ার মতো বিষয়টি হলো তরুণীদের মধ্যে রুবেলকে নিয়ে উন্মাদনা। হ্যাপিকাণ্ডে রাতারাতি খলনায়ক বনে যাওয়া রুবেল বিশ্বকাপের পর ঠিক যেন উল্টোরথে চেপেছেন। তার নারীভক্ত বুঝি এবার সাকিব, তামিমদেরও ছাড়িয়ে যায়!

chardike-ad

অস্ট্রেলিয়ার গ্যালারিতেই একাধিক তরুণীকে দেখা গিয়েছে রুবেলের জন্য ভালবাসাময় প্ল্যাকার্ড উঁচিয়ে ধরতে।

Rubel2প্রবাসিদের সংবর্ধনা অনুষ্ঠানেও নারীকুল বেষ্টিতই দেখা গেছে রুবেলকে। তাদের সেলফি-আবদার মেটাতে হয়েছে রুবেলকে হাসিমুখেই।

সবশেষ বীরের বেশে দেশে ফেরার মুখেই ‘ম্যারি মি রুবেল’ প্ল্যাকার্ডের তরুণীর অভ্যর্থনা আর যাই হোক, রুবেলের বিশ্বকাপ মিশনকে যে `রমনীয়` করে তুললো, বলাই বাহুল্য।

Rubel3তবে, এই অগণিত নারী ভক্তদের হৃদয় ভাঙতে শিগগিরই রুবেল পারিবারিকভাবে বিয়েতে বসছেন, তার পরিবারসূত্রে কিন্তু এমনটাই জানা গেছে।

Rubel4