বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ তাদের সেরাটুকু দিয়ে চেষ্টা করবে জয় ছিনিয়ে নিতে। কারণ, এবারই যে প্রথম বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ এসেছে।
ম্যাচটিতে বাংলাদেশ দলে কারা সুযোগ পাচ্ছেন সেটা জানতে হয়তো উসখুস করছে বাংলাদেশের ভক্তদের মন। চলুন দেখে নেওয়া যাক বৃহস্পতিবার বাংলাদেশের সেরা একাদশের কাদের সুযোগ হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, ইমরুল কায়েস ও রুবেল হোসেন।