আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বেলজিয়াম প্রেসক্লাবে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে প্রায় দুই ঘণ্টা ‘অবরুদ্ধ’ ছিলেন। পরে আয়োজক কমিটি পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে।
সোমবার হাছান মাহমুদ বেলজিয়াম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে যান। বিকেল ৩টার দিকে ইউরোপীয় কমিশনে বিক্ষোভ করতে আসা যুক্তরাজ্য যুবদল ও বেলজিয়াম বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
বিকেল ৪টায় হাছান মাহমুদ মিটিং শেষ করে বের হতে চাইলে তিনি যুবদলের বিক্ষোভের কারণে প্রেসক্লাবেই আশ্রয় নেন। প্রায় দুই ঘণ্টা পর প্রেসক্লাব কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় অবরোধকারীদের শান্ত করে। পরে বিক্ষোভকারীরা সরে গেলে হাছান মাহমুদ প্রেসক্লাব ত্যাগ করেন।