হলিউডের বিখ্যাত নায়ক। টারমিনেটর চলচ্চিত্র সিরিজে কখনো নায়ক কখনো বা দুর্ধর্ষ ভিলেন। আর্নল্ড শোয়ার্জনেগারকে কে না চেনেন।
আগামী ১৯ মার্চ মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। তার আগে শোয়ার্জনেগারের ‘শুভ কামনা’ পেয়ে গেছে টাইগাররা। এতে বেশ উজ্জীবিতই হতে পারে মাশরাফি শিবির।
তা হঠাৎ শোয়ার্জনেগারের সঙ্গে টাইগারদের সাক্ষাত? বিষয়টি গোলমেলে লাগতেই পারে। তবে কাহিনী অন্যখানে। এই মুহৃর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন শোয়ার্জনেগার। ফর্মূলা ওয়ানের অন্যতম অতিথি তিনি। প্রাইজ দেয়ার জন্যই মেলবোর্নে টারমিনেটরের এই বিখ্যাত কুশীলব। উঠেছেন আবার বাংলাদেশের টিম হোটেল ল্যাংহামে। সেখানেই মাশরাফিদের সঙ্গে সাক্ষাত তার।
সানন্দে শোয়ার্জনেগারের সঙ্গে ছবি তুলেছেন অনেকে। বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে, এ শুনে টাইগারদের ‘বেস্ট অব লাক’ বলেছেন শোয়ার্জনেগার।
দেখা যাক শোয়ার্জনেগারের শুভ কামনা কতটা কাজে দেয় ভারতের বিরুদ্ধে।
সুত্রঃ বাংলামেইল২৪ডটকম