Search
Close this search box.
Search
Close this search box.

killingকাতারের আল খোর নামক স্থানে দুই বন্ধুর হাতে খুন হয়েছেন সোহেল হোসেন (৩০) নামে এক কাতার প্রবাসী বাংলাদেশি যুবক।

ঘাতক দুই বন্ধুর নাম এমদাদ হোসেন ও লিটন। কাতার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার শশিয়া গ্রামে। তার বাবার নাম আবদুল হাকিম।

chardike-ad

জানা যায়, গত ১০ মার্চ সকালের দিকে সোহেলকে দুই বন্ধু নিয়ে যায় কাতারের দূরবর্তী এলাকা আল খোরে। সেখানে একটি বাসায় নিয়ে তাকে খুন করা হয়।

জানা গেছে, ৩ লাখ টাকার লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিন বন্ধুর মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোহেলকে আল খোর নামক স্থানে নিয়ে খুন করা হয়।

পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয় ঘাতক এমদাদ ও লিটন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কাতার পুলিশের হেফাজতে রয়েছেন। গ্রেপ্তার এমদাদ ও লিটনের বাড়ি ঢাকার দোহারে বলে জানা গেছে। মৃত সোহেলের লাশ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রয়েছে।