Search
Close this search box.
Search
Close this search box.

akram

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, ছাত্রলীগের কেউ মরলে যেমন দেশের ক্ষতি হয়, তেমনি ছাত্রশিবিরের কেউ মারা গেলেও দেশের ভবিষ্যত সম্ভাবনা নষ্ট হয়।

chardike-ad

তিনি সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনলাইন ম্যাগাজিন টাইমওয়াচ আয়োজিত ‘অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব’ শীর্ষক সংলাপে একথা বলেন।

কাজী আকরাম বলেন, ‘ছাত্রলীগ বা শিবিরের কোনো কর্মী মারা গেলে দেশ একটি মেধাবী ছেলেকে হারায়। দেশের ভবিষ্যতের সম্ভাবনা নষ্ট হয়। তার মা-বাবা কান্নাকাটি করে।’

তিনি বলেন, ‘বর্তমান সহিংসতায় দেশের কোনো রাজনৈতিক কর্মী মারা যাচ্ছে না। মারা যাচ্ছে সব সাধারণ মানুষ। গার্মেন্ট শ্রমিক, দিন মজুর।’

তিনি আরও বলেন, ‘বিএনপির চলমান আন্দোলনে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ ও শ্রমিক মারা গেছে। এদের মারা যাওয়ায় দেশের সম্পদ নষ্ট হয়েছে। অর্থনীতির ক্ষতি হয়েছে। এর মাধ্যমে আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে।’

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো পথ খুঁজে পাচ্ছি না। তাই আজ আমরা কান্নাকাটি শুরু করেছি। শোলাকিয়া মসজিদের ইমাম ফরিদ উদ্দিন মাসউদকে নিয়ে দোয়া করছি।’

দেশের সাড়ে তিন কোটি মানুষ ব্যবসায়ী দাবি করে তিনি বলেন, ‘এই চলমান সংকটে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পরিবহন খাত। এ খাত যাতে ভেঙে পড়ে এবং মানুষ যাতে কোনোভাবেই যাতায়াত করতে না পারে, সেজন্য ট্রাকে আগুন দেয়া হয়েছে।’

কাজী আকরাম বলেন, ‘হরতাল-অবরোধের কারণে চলতি ২০১৩-১৪ সালে বাজেট বরাদ্দের অর্ধেকের চেয়েও বেশি টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা।’

তিনি বলেন, ‘সংলাপ, মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভের মত কর্মসূচি পালন করার পর ব্যবসায়ীরা আজ ক্লান্ত। আমরা আজ ভাগ্যহত, আশাহত।’

সরকারের উদ্দেশে কাজী আকরাম বলেন, ‘মানুষের জান-মালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। তাই মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করুন। আর অন্যপক্ষকে বলব- আপনারা আর ভোগাবেন না। সংলাপ ও সমাঝোতা যেভাবেই হোক সংকটে সমাধান করুন।’

আইবিএফবির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অ্যামচেম সভাপতি আফতাব উল ইসলাম, রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন, পর্যটন অ্যাসোসিয়েশনের সভাপতি জামিউল আহমেদ, এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জামান, বাংলাদেশ সিএনজি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ প্রমুখ।