Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে থাকবেন কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর ! এমন কথা শুনে অবাক হতেই পারেন। আবার কেউবা হয়তো বলবেন তা আবার হয় নাকি।

একদিক থেকে আপনার ধারণা কিন্তু ভুল প্রমাণিত হবে, এমনকি বাজি ধরলে হেরে যেতে পারেন।

chardike-ad

কারন, আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার মেলবোর্নে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দুই দেশ যখন একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে তখন দু’দলের ক্রিকেটাররাই নিজেদের দেশের জাতীয় সঙ্গীত গাইবেন যে দুটোই কবিগুরুর লেখা।

এভাবেই বন্দিত হবেন কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর।

রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা গানও দুই দেশে জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে। আমাদের দেশে “আমার সোনার বাংলা” গেয়ে মাশরাফি, মুশফিক,সাকিব আর ভারতে “জন গণ মন” গেয়েই ধোনি, কোহলিরা tagore জেতার শপথ নেবেন  ।

এপর্যন্ত বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ২টি ম্যাচে মুখোমুখি হয়েছে এবং দুটি দলই একটি করে ম্যাচ জিতেছে। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে ভারত পরাজিত হয়। ২০১১ সালে বিশ্বকাপে বাংলাদেশকে পরাজিত করে ধোনি বাহিনী।

বৃহস্পতিবার কোন দল নিজেদের জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে পারে সেটাই এখন দেখার।