ডিম চুরি গিয়েছে ৮০ লাখ। তাও আবার সরকার পরিচালিত ফার্ম থেকে। আর এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ফার্মগুলোর ১৯ সরকারি কর্মকর্তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়ার দাবি করেছেন সরকারি কৌঁসুলিরা। ডিম চুরির এই ঘটনাটি কিউবার।
সমাজতান্ত্রিক কিউবার কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্রানমা জানায়, ওই কর্মকর্তারা সরকার পরিচালিত কয়েকটি ফার্ম থেকে ডিমগুলো চুরি করেছিলেন। যার জন্য সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে সাড়ে তিন লাখ ডলার। ওই ১৯ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে- মিথ্যা হিসাব, জাল রসিদ এবং কালোবাজারিতে জড়িয়ে তারা এই ডিম কেলেঙ্কারি ঘটিয়েছেন।
কিউবান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ওই ফার্মগুলো থেকে প্রায় ৮০ লাখ ডিম চুরি যায়।