নিম্ন জন্ম হারের কারণে গত কয়েক দশক ধরে আকস্মিকভাবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কম বয়সী নাগরিকের সংখ্যা কমে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে এমন তথ্যই উঠে আসে।
সিউল মেট্রোপলিটন সরকারের করা এক পরিসংখ্যানে দেখা যায় গত বছর রাজধানীতে ১৭ বছর বয়সী কোরিয়ানের সংখ্যা ছিল ১.৫৯ মিলিয়ন। যা কিনা ১৯৯৪ সালের তুলনায় ৪৫.৯ শতাংশ কম। এছাড়া ১৯৯৪ সালে সিউলের সর্বমোট জনসংখ্যার ২৭.১ শতাংশ ছিল ঐ ১৭ বছর বয়সী যুব সমাজ। সেই পরিমাণও কমে গত বছর শতকরা ১৫.৭ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র ছাত্রীর পরিমাণও হ্রাস পেয়েছে। ২০১৪ সালে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৫৭ হাজার। ১৯৬৫ সালের এই সংখ্যাই সর্বনিন্ম।