স্বপ্নীল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পথে ইংল্যান্ড বাঁধা টপকাতে মরিয়া টাইগাররা। এ ম্যাচে হারলে টাইগারদের তাকিয়ে থাকতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।
তাই গুরুত্বপূর্ণ এ ম্যাচে টাইগারদের সমর্থন জানাতে অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে হাজির হয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশী।
লাল সবুজের পতাকা আর টাইগার জার্সি গায়ে তাদের উপস্থিতিতে অ্যাডিলেডের ওভাল স্টেডিয়াম হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। বিশাল পতাকা, ব্যানার ফেস্টুনের সঙ্গে প্রিয় দেশকে সমর্থন দিতে সেজেছেন বর্ণিল সাজে।
শুধু বাঙালি নয় অনেক স্থানীয় সমর্থকও, এসেছেন টাইগারদের সমর্থন জানাতে। তাদের সবার একটাই চাওয়া অব্যাহত থাকুক মাশরাফির দলের জয়ের ধারা। অন্যদিকে, বাজে সময় পার করা ইংলিশ সমর্থকদের উপস্থিতি ওভালে আজ অনেকটাই কম।