Search
Close this search box.
Search
Close this search box.

national-university২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়াই অর্নাস ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বিষয়ে শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসির জিপিএ’র ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

রোববার ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ এই সিদ্ধান্তের কথা জানান।

chardike-ad

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ৪টি পরীক্ষার ব্যাপারেও নতুন সিদ্ধান্ত ঘোষণা করেন।

ভর্তি বিষয়ে সিদ্ধান্ত ছাড়াও হরতাল অবরোধে ডিগ্রি পরীক্ষা ২৮ মার্চ থেকে, ৩০ এপ্রিল অনার্স ১ম বর্ষ এবং ৭ এপ্রিল থেকে অনার্স দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বিষয়ে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভিসি ড. রশিদ বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করছি।

তিনি ৩০ লাখ ছাত্রছাত্রীর শিক্ষাজীবনের কথা বিবেচনায় রাজনৈতিক দলগুলোকে প্রাজ্ঞ, মানবিক ও দেশপ্রেমিক হওয়ারও আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভিসি প্রফেসর ড. মো. আসলাম ভুঁইয়া ও প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার প্রফেসর নোমান-উর-রশীদ এবং রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসাইন।