Search
Close this search box.
Search
Close this search box.

jonson৩৭৭ রানের পাহাড়সম টার্গেট। জিততে হলে বিশ্বকাপে রান তাড়া করার বিশ্বরেকর্ড গড়তে হতো শ্রীলংকাকে। কিন্তু হয় নি। শেষ পর্যন্ত লড়াই করেও অস্ট্রেলিয়ার সঙ্গে ৬৪ রানে হেরেছে শ্রীলংকা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উত্তেজনাকর এই জয়ে কোয়ার্টার ফাইনালের খেলা নিশ্চিত করেছে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া।

রবিবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ৩৭৬ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল হাঁকান বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। স্মিথ, ক্লার্ক ও ওয়াটসন করেন ফিফটি। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে ৩১২ রানে অলআউট শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ১০৪ রান করেন কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেমস ফকনার।

chardike-ad

হারলেও কোয়ার্টার ফাইনালে উঠার সম্ভাবনা মিইয়ে যায়নি শ্রীলংকার। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেই শেষ আটের টিকিট পাবে লংকান শিবির।