বিশ্বের টেক জায়ান্টরা অনলাইন কেন্দ্রিক ব্যবসার পাশাপাশি অনান্য খাতেও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন এবং হালে ঘড়ি বানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।
সম্প্রতি প্রযুক্তিবাজারে শোনা যাচ্ছে অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি তৈরির গুজব। বাজারে চালকবিহীন গাড়ি এনেছে গুগল। সৌরশক্তি ও ক্যান্সার সনাক্তকরণ পিল আনতে বিনিয়োগ করেছে তারা।
তবে বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্ক কোম্পানি ফেসবুক আপাতত অন্য কিছু নিয়ে ভাবছে না।
অনলাইন সামাজিক নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবার বাইরে ফেসবুক অন্য কিছু নিয়ে ভাবছে কিনা এমন প্রশ্নের উত্তরে কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ বলেন, তারা আপাতত অন্য দিকে দৃষ্টি দিচ্ছেন না।
সম্প্রতি স্পেনের বার্সালোনায় শেষ হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে একথা জানান জাকারবার্গ।
জাকারবার্গ বলেন, বিশ্বব্যাপী জনগনকে ফেসবুকের মাধ্যমে আরও কাছাকাছি আনাই ফেসবুকের লক্ষ্য। এর মাধ্যমে সব মানুষ ছবি, ভিডিও এবং বার্তা আদান-প্রদানের মাধ্যমে আরও কাছাকাছি হবে।ব্যবসায়িক প্লাটফর্ম হিসেবেও এটা সক্রিয়।
তিনি বলেন, ফেসবুক চেষ্টা করছে উন্নয়নশীল দেশে ইন্টারনেটকে আরও ছড়িয়ে দিতে।
প্রসঙ্গত, কিছুদিন থেকেই প্রযুক্তিবাজারে শোনা যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি তৈরির গুজব। গাড়িটিতে স্ব-চালিত ফিচার থাকতে পারে বলেও ধারণা করছে সংবাদ মাধ্যমগুলো।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, প্রায় ১ বছর আগেই অ্যাপলের সিইও টিম কুকের অনুমোদন পায় ওই গাড়ি প্রকল্প। প্রকল্পের নেতৃত্বে আছেন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের সাবেক প্রকৌশলী এবং অ্যাপলের পণ্য ডিজাইন বিভাগের স্টিভ জাদেস্কি।
রয়টার্স জানায়, স্ব-চালিত বৈদ্যুতিক গাড়ি বানানো শিখছে অ্যাপল। কথা হচ্ছে গাড়িনির্মাতা বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহকারীদের সঙ্গে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া