Search
Close this search box.
Search
Close this search box.

jamatচট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আহছান উল্লাহকে শনিবার রাত দুইটার দিকে গ্রেফতার করা হয়েছে। নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, আহছান উল্লাহর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১০-১২টি মামলা রয়েছে। এর মধ্যে বাকলিয়া থানার দুটি মামলায় তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুঁইয়া গ্রেফতারি ও ক্রোকি পরোয়ানা জারি করেন। এরপর পুলিশ ১২ ফেব্রুয়ারি বাকলিয়ার রসুলবাগ এলাকায় তার বাসায় তল্লাশি চালায়। ওই সময় তাকে পাওয়া না গেলেও আদালতের নির্দেশে তার বাসার টিভি, ফ্রিজসহ ব্যবহার্য মালামাল জব্দ করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ গতকাল রাতে হালিশহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

chardike-ad