korean filmরুদ্র আরিফ ও বিজয় আহমেদের যৌথ গ্রন্থনা ও সম্পাদনায় বাজারে পাওয়া যাচ্ছে ‘ফিল্মমেকারের ভাষা [কোরিয়ান পর্ব]‘ নামে একটি চলচ্চিত্রের বই। দক্ষিণ কোরিয়ার ১০ জন চলচ্চিত্র নির্মাতার সাক্ষাৎকার ও তাদের নিয়ে বেশ কিছু গদ্য স্থান পেয়েছে বইটিতে।

বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। বইটির মূল্য ৩০০টাকা। এর প্রচ্ছদ করেছেন শিবু কুমার শিল। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র নির্মাতাদের বিষয়ে যাদের আগ্রহ আছে তারা বইটি সংগ্রহ করে পড়তে পারেন। ঢাকার আজিজ সুপার মার্কেট এবং বাংলাবাজারে বইটি পাওয়া যাবে। এছাড়া রকমারি ডটকম থেকেও বইটি কেনা যাবে।

chardike-ad