Tamim-Iqbal

আইসিসির সহযোগী দেশগুলোরও যেখানে বিশ্বকাপে সেঞ্চুরি রয়েছে, সেখানে বাংলাদেশই একমাত্র টেস্ট খেলুড়ে দল যারা এই সম্মানের বাইরে। তবে বৃহস্পতিবার তামিম ইকবাল স্কটল্যান্ডের বিপক্ষে স্বপ্ন পূরণের আশা দেখালেও মাত্র পাঁচ রানের জন্য ইতিহাসের পাতায় উঠতে পারলেন না।

chardike-ad

সাত ম্যাচ পর অর্ধশতকের পর যখন স্কটিশ বোলারদেরকে শাসন করে চলছিলেন,তখন বাংলাদেশের ১৬ কোটি মানুষ হয়তো অনেকটা নিশ্চিত ছিলেন; আশরাফুল যেটা পারেননি, তামিম আজ তা করে দেখাবেন। কিন্তু ৯৫ রানের মাথায় জস ডাভেইয়ের বলে এলবিডব্লিয়য়ের ফাঁদে পড়ে ৯৫ রানেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

যদিও আম্পায়ারের সিদ্ধান্তেরকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন ওপেনার। কিন্তু কাজ হয়নি, শেষপর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় তামিমকে।

এর আগে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। সেটি ছিলো ২০০৭ এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।