Search
Close this search box.
Search
Close this search box.

tamim-masrafeeপ্রতিপক্ষ স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ  ২০১৫ বিশ্বকাপের  দ্বিতীয় জয় পেয়েছে আজ । খেলা শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ জয় নিয়ে কথা বলেন তামিম ইকবাল ও মাশরাফি।

ম্যাচ জেতার প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, এই জয়টি খুবই দরকার ছিল। আমি অনেক আনন্দিত। আমি আমার সেরা খেলাটা খেলেছি। তবে খেলার তিনটি ভাগেই আরো ভাল করতে হবে আমাদের।

chardike-ad

৪ হাজার রান করা তামিম তার ফর্ম প্রসঙ্গে বলেন, আমার যখন ফর্ম থাকে না তখন নিজের কাছেই খারাপ লাগে। খেলা শুরুর আগেই আমাকে ‘মাশরাফি ভাই’ বলেছিলেন, আমি যেন ৬০/৭০ রান করি তাহলে দল ভাল কিছু করতে পারবে।

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, আমরা অনেক খুশি; আমাদের পরের টার্গেট হচ্ছে ইংল্যান্ডকে হারানো। এই ম্যাচে তামিম,রিয়াদ,সাকিব ও সাব্বির দারুণ খেলেছে। পরের ম্যাচে তারা আরো ভাল করবে।