geeta-basra-harbhajan-singhভারতীয় স্পিনার হরভজন সিং এবং বলিউড অভিনেত্রী গীতা বসরার মধ্যে প্রেমের সম্পর্ক আছে, এমনটাই গুজব শোনা যেত বলিউড পাড়ায়। অবশেষে গুজবকে সত্য করে দীর্ঘ দিনের এই প্রেমিক-প্রেমিকা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন।

ভারতের গণমাধ্যম এবিপির এক প্রতিবেদনে জানানো হয়, প্রকাশ্যে কখনই সম্পর্কের কথা স্বীকার করেননি ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ও অভিনেত্রী গীতা বসরা। তবে এ মাসেই বিয়ের বাঁধনে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

chardike-ad

প্রতিবেদনে বলা হয়, জাতীয় দলের হয়ে হরভজনের খেলা থাকলে, গীতাকে প্রায়ই স্টেডিয়ামে দেখা যেত।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের তোড়জোড় এরইমধ্যেই শুরু হয়ে গেছে। সম্ভবত, চলতি মাসের মাঝামাঝি সময়ে বিয়ে অনুষ্ঠিত হবে।