aliইয়েমেনের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ ৩৩ বছরে দেশটি থেকে দুর্নীতির মাধ্যমে ৩,২০০ থেকে ৬,০০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি প্যানেল এ তথ্য দিয়েছে।

জাতিসঙ্ঘ বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতির মাধ্যমে অর্জিত এ সব অর্থ বিশ্বের অন্তত ২০ দেশে গচ্ছিত রাখা হয়েছে। ইয়েমেনের সাবেক এই স্বৈরশাসকের সহযোগীদের খুঁজে বের করার জন্য তদন্ত অব্যাহত রেখেছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা।

chardike-ad

জাতিসঙ্ঘ প্রতিবেদন বলা হয়েছে, সালেহ তার শাসনামলে বছরে প্রায় ২০০ কোটি ডলার করে পকেটস্থ করেছেন। এ কাজে তাকে সহায়তা করেছেন তার বন্ধু-বান্ধব, পরিবার এবং সহযোগীরা। গত নভেম্বরে নিরাপত্তা পরিষদ সালেহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং তার সম্পদ জব্দ করে।

এক বছরের গণ আন্দোলনের মুখে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন সালেহ। নিরাপত্তার বিনিময়ে মার্কিন মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সই করেন সাবেক এই প্রেসিডেন্ট।