অস্কারের এবারের আসরের সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বার্ডম্যান’। সেরা ছবি ছাড়াও আরো তিনটি বিভাগে পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি।
মনোনিত আটটি চলচ্চিত্রের মধ্যে বয়হুডও ছিল। কিন্তু সেরার দৌঁড়ে শীর্ষস্থান দখল করেছে বার্ডম্যানই।
বার্ডম্যানের মতো চারটি অস্কার জিতেছে ‘দ্য গ্রান্ড বুদাপেস্ট হোটেল’ চলচ্চিত্রটি। তবে বয়হুডের ঝুলিতে পড়েছে মাত্র একটি পুরস্কার।
স্থানীয় সময় রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৮৭তম আসরের পর্দা ওঠে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘গনগার্ল’ অভিনীত নেইল প্যাট্রিক হ্যারিস।
এবার ‘স্টিল অ্যালিস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জুলিয়ান মুর। আর ‘দ্য থিউরি অব এভরিথিং’ এ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন অ্যাডি রেডমায়েন।
বার্ডম্যানের জন্য সেরা পরিচালক হয়েছেন অ্যালেজান্দ্রো গনজালো ইনারিতু।
এছাড়া ‘বয়হুডে’ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন প্যাট্রিসিয়া আরকুইট। আর সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন জে কে মিন্স ‘হুইপ্লাস’ এর জন্য।
