eps chessআজ বৃহস্পতিবার সিউলের দোংদেমুনে কোরিয়া প্রবাসীদের নিয়ে ‘ইপিএস বাংলা দাবা প্রতিযোগিতা’ সম্পন্ন হয়েছে। কোরিয়া প্রবাসীদের ফেসবুক গ্রুপ ইপিএস বাংলা এই প্রতিযোগিতার আয়োজন করে। দ্বিতীয়বারের মত আয়োজিত এই টুর্ণামেন্টে কোরিয়া প্রবাসী লিটন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্স আপ হন বিমল চন্দ্র। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার মূল পর্বে ১৬ জন প্রতিযোগী খেলায় অংশ নেন।

টি২ ট্রাভেলের সহযোগিতায় ইপিএস বাংলার পক্ষ থেকে প্রতিযোগিতার পরিচালনার দ্বায়িত্বে ছিলেন এলান খান চৌধুরী। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টি২ ট্রাভেলের স্বত্বাধিকারী কিম টিটু এবং সোহেল রানা। এর আগে সৌজন্য বক্তব্য রাখেন বাংলা টেলিগ্রাফ সম্পাদক সরওয়ার কামাল।

chardike-ad