Search
Close this search box.
Search
Close this search box.

NEWZALANDস্বল্প পুঁজি নিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সহজে হার মানেনি স্কটল্যান্ড। কিউইদের ১৪৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে স্কটিশরা হেরেছে মাত্র ৩ উইকেটে।

বিশ্বকাপের ১১তম আসরের ষষ্ঠ ম্যাচে আগে ব্যাট করে ১৪২ রানে অলআউট হয় স্কটল্যান্ড। জবাবে ৩ উইকেট ও ১৫১ বল হাতে রেখে কষ্টার্জিত জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

chardike-ad

আসরে এটা নিউজিল্যান্ডের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৮ রানে হারিয়েছিল স্বাগতিকরা।

মঙ্গলবার ডানেডিনে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্কটল্যান্ড। এরপর পঞ্চম উইকেটে ৯৭ রানের জুটি গড়ে দলকে কিছুটা বিপদমুক্ত করেন ম্যাট মাচান ও রিচি বেরিংটন।

তবে এই জুটি ভাঙার পর আবার বিপদে পড়ে স্কটিশরা। ফলে ৩৬.২ ওভারে মাত্র ১৪২ রানেই তাদের ইনিংস গুটিয়ে যায়। স্কটল্যান্ডের ৪ ব্যাটসম্যান ‘গোল্ডেন ডাক’ মারেন!

দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন মাচান। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান আসে বেরিংটনের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে কোরি অ্যান্ডারসন ও ড্যানিয়েল ভেট্টোরি ৩টি করে উইকেট নেন। এ ছাড়া টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের ঝুলিতে জমা পড়ে ২টি করে উইকেট।

১৪৩ রানের স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডও। দলীয় ৬৬ রানের মধ্যেই মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেলরের উইকেট হারিয়ে ফেলে তারা।

দলীয় ১০৬ রানে ফিরে যান কেন উইলিয়ামসনও। এরপর ১৩৭ রানের মধ্যে আরও ৩ ব্যাটসম্যানকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল স্কটল্যান্ড। তবে শেষ পর্যন্ত নিজেদের পরাজয় ঠেকাতে পারেননি স্কটিশরা।

নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান করেন কেন উইলিয়ামসন। তার ৪৫ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। এ ছাড়া ২৯ রান করেন গ্র্যান্ট এলিয়ট। স্কটল্যান্ডের হয়ে ইয়াইন ওয়ার্ডল ও জোস ডেভি ৩টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা নির্বাচিত হন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।